ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্পেনে কারফিউ ও জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৯:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যাপক সতর্কতা নিচ্ছে ইউরোপের দেশগুলো। সংক্রমণ এড়াতে এবার দেশব্যাপী জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্পেন। ২৫ অক্টোবর, রোববার থেকে রাত্রিকালীন কারফিউ কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।  এ কারফিউ প্রতি রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

পেদ্রো সানচেজ জানান, জরুরি অবস্থার আওতায় আঞ্চলিক চলাচলে নিষেধাজ্ঞা দিতে পারে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন। করোনা এড়াতে নতুন বিধি বিধানের সময়সীমা ১৫ দিন থেকে ৬ মাস পর্যন্ত বাড়াতে সংসদের অনুমতি চাইবেন তিনি। 

সংক্রমণের ঢেউ থামাতে শনিবার ইতালিও নাগরিকদের জন্য নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। এদিকে, ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে ৫২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্পেনের অর্ধেকের বেশি রাজ্যেই কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। একই ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছিল গত এপ্রিলে যখন করোনার প্রথম প্রাদুর্ভাব শুরু হয় তখন। দেশটিতে ইতোমধ্যেই সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।

 
Electronic Paper