হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবীজি (সা.) বলেছেন- ‘তোমরা একে অন্যকে উপহার দাও। এতে তোমরা একে অন্যকে ভালোবাসবে।’ (বুখারী, আদাবুল মুফরাদ, হাদীস নং: ৯৫৪; বাইহাকী, হাদীস নং: ১২২৯৭)
উপহার দিতে হলে দামি এবং বড় কিছু হতে হবে, এমনটা নয়। ছোট ছোট অনেককিছুও মানুষকে আনন্দিত করতে পারে। হতে পারে এটি সামান্য চকলেট বা মিষ্টান্ন অথবা সাধারণ একটি বলপয়েন্ট কলম। ছোট এ উপহারও মানুষের মাঝে সম্পর্কে দৃঢ়তা এনে দিতে পারে।
সুতরাং আমাদের উচিত, উপহারের মাধ্যমে জীবনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কগুলোকে দৃঢ় করে নেওয়া। আল্লাহ আমাদের চারিপাশের মানুষগুলোর হৃদয়ে-হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন। আমীন।