বুধবার দুপুর ১টার দিকে ৬নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রাম থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ওই গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে সুইটি আক্তার স্মৃতি ও গিয়াস উদ্দিনের মেয়ে ফারজানা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপাশি বাড়ী হওয়ায় প্রতিদিন স্মৃতি ও ফারজানা একই সাথে খেলাধূলা করতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে স্মৃতিদের বাড়ীতে আসে ফারজানা। পরে তারা দুইজন পুকুর পাড়ের একটি জায়গা বসে খেলাধূলা করছিল। দুপুর ১টার দিকে বাড়ীর লোকজন স্মৃতি ও ফারজানাকে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়।
পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন চৌধুরী পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।