করোনার প্রভাবে দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। সেটাও প্রিয় অভিনেতা জাহিদ হাসানের নায়িকা হয়ে। এই জুটি কাজ করেছেন ‘চাঁন মিয়ার আংটি বদল’ নামে একটি নাটকে। গতকাল মঙ্গলবার গাজীপুর জেলার পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে শিরিন শিলা বলেন, অভিনয় আমার পেশা। তাই অভিনয়ের সঙ্গে থাকতে চাই। অনেকদিন ঘরে ছিলাম করোনার কারণে, বন্দী প্রায়। এবার একটু একটু করে কাজ শুরু করছি। কিছুদিন আগে থেকেই নতুন কাজের প্রস্তাব পাচ্ছিলাম।
‘চাঁন মিয়ার আংটি বদল’ নাটকটির গল্প ভালো লেগেছে। কমেডি ধাঁচের ফ্লেভার হলেও সুন্দর একটি গল্পের নাটক এটি। পাশাপাশি সহশিল্পী হিসেবে জাহিদ হাসান ভাইকে পাওয়াটা তো দারুণ ব্যাপার। সেই সুযোগটাও মিস করতে চাইনি। আশা করছি নাটকটি উপভোগ করবেন দর্শক।’
পরিচালক শেখ সেলিম জানান, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।