এদিকে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সৌমিত্রের গ্লাসগো কোমা স্কেল অনেকটাই নেমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তার মেডিকেল টিমের চিকিৎসকেরা। তারা স্টেরয়েডের মাত্রা বাড়িয়ে দেন।
একজন সুস্থ শরীরের মানুষের সাধারণত গ্লাসগো স্কেলের মাত্রা ১৫ থাকে। কিন্তু গতকাল সন্ধ্যায় এই মাত্রা ৯–এ নেমে যায়। বেড়ে যায় তার আচ্ছন্নতা। এই মাত্রা ৩–এ পৌঁছালে সাধারণ মানুষের ব্রেন ডেথ হয়। তাই এই মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকেরা চিন্তিত হয়ে পড়েন।
গত কয়েক দিন এই প্রবীণ অভিনেতার শরীরে জ্বর না এলেও তার মস্তিস্কে আচ্ছন্নতা বেড়েই চলেছে। এর মধ্যে তার প্রোস্টেট ক্যানসার, সিওপিডি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে।