ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আহমাদাবাদে ভারত-ইংল্যান্ড গোলাপি বলের টেস্ট ম্যাচ হবে: গাঙ্গুলী

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১১:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

এবার দ্বিতীয়বারের মত দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্রেছ ভারত। আগামী বছর সফরকারী ইংল্যান্ডের এ দিবা-রাত্রির টেস্ট খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। আগামী বছর নিজ মাঠে ইংল্যান্ডের সিরিজে একটি গোলাপি বলের টেস্ট ম্যাচ হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। গোলাপি বলের টেস্টটি আহমাদাবাদে হবে বলেও জানিয়েছেন গাঙ্গুলী।

করোনার কারনে গেল মার্চ থেকে বিশ্ব ক্রিকেট থমকে যায়। ভারতের ক্রিকেটও থমকে যায়। এখনো করোনা প্রকোপ থাকায় সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের আসর। তাই অনেকেই মনে করেছেন ভারত-ইংল্যান্ড সিরিজও মরুরশহরে হতে পারে।

কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দেশের মাটিতেই জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলী।

গাঙ্গুলী বলেন, ‘এখনও সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এখনও চার মাস সময় আছে। তবে আমাদের পরিকল্পনায় দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা রয়েছে। আহমাদাবাদ, ধর্মশালা ও কলকাতা হতে পারে টেস্ট ম্যাচ। এরমধ্যে একটি গোলাপি বলের টেস্টের পরিকল্পনা রয়েছে।’

মরুরদেশে আইপিএল নিয়ে সন্তোস প্রকাশ করেন গাঙ্গুলী। সংযুক্ত আরব আমিরা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন তিনি, ‘খেলোয়াড়দের মাঠে ফেরানো প্রধান লক্ষ্য ছিলো। এত সুন্দরভাবে সবকিছু হচ্ছে দেখে ভালো লাগছে। কড়া প্রটোকলে থাকলেও খেলোয়াড়রা সবকিছু উপভোগ করছে।’

 
Electronic Paper