ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে ১২ জেলের ১ বছর করে দণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ১২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌহালী উপজেলার ইসমাইল হোসেন (২২), বাবু (২০), রাজু (২০), শাহজামাল (৪০), টাঙ্গাইল জেলার মাজেদুল ইসলাম (৩০), রুবেল (২২), জয়নাল আবেদীন (২২), সাহেব আলী (৪০), রুবেল (২১), আব্দুল মালেক (৪০), মোখলেছ (২০), আসাদুল (১৮)। পরে তাদের পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী জানান, সোমবার রাতভর যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। চৌহালী উপজেলার অংশে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেণ ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রসায় বিতরণ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৪ অক্টেবর থেকে সিরাজগঞ্জে যমুনা নদীতে মা ইলিশ মাছ ধরায় জেলায় এপর্যন্ত ৬৪ জন জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪৫ কেজি মাছ জব্দ করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 
Electronic Paper