ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুরক্ষার জন্য শিক্ষার্থী-কিশোরীদের কারাতে প্রশিক্ষণ প্রশংসনীয়

সম্পাদকীয়
🕐 ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

নারী ‘অবলা’ বলেই নিপীড়নের শিকার হন বেশি। শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারার কারণে সারা দেশে ঘটে যায় অনেক অপ্রত্যাশিত অঘটন। ধর্ষণ ও সুরক্ষা রোধে একটি সংবাদ নজর কেড়েছে অনেকের। গতকাল খোলা কাগজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিন দিন দেশে ধর্ষণ নারী নির্যাতন বেড়েই চলেছে। বেড়েছে ইভটিজিংসহ বিকৃত ও বর্বর মানসিকতা। করা হচ্ছে যৌন হেনস্তা। সম্প্রতি নোয়াখালী ও সিলেটের এমসি কলেজে ঘটে যাওয়া ঘটনা নাড়া দেয় দেশে। শিক্ষার্থী-জনতার প্রতিবাদ, সমাবেশ ও দাবির মুখে ধর্ষকের জন্য সর্বোচ্চ আইন ফাঁসির অধ্যাদেশ জারি হয়েছে দেশে। এরই মধ্যে নতুন এই আইনে একটি মামলায় রায়ও দেওয়া হয়েছে। তারপরও থেমে নেই ধর্ষণ, হচ্ছে বর্বর নারী নির্যাতন। ধর্ষণ নির্যাতনের হাত থেকে নিজেদের সুরক্ষা দিতে তাই সচেতন হচ্ছেন অভিভাবক।

নারী ‘অবলা’ বলেই নিপীড়নের শিকার হন বেশি। শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারার কারণে সারা দেশে ঘটে যায় অনেক অপ্রত্যাশিত অঘটন। ধর্ষণ ও সুরক্ষা রোধে একটি সংবাদ নজর কেড়েছে অনেকের। গতকাল খোলা কাগজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিন দিন দেশে ধর্ষণ নারী নির্যাতন বেড়েই চলেছে। বেড়েছে ইভটিজিংসহ বিকৃত ও বর্বর মানসিকতা। করা হচ্ছে যৌন হেনস্তা। সম্প্রতি নোয়াখালী ও সিলেটের এমসি কলেজে ঘটে যাওয়া ঘটনা নাড়া দেয় দেশে। শিক্ষার্থী-জনতার প্রতিবাদ, সমাবেশ ও দাবির মুখে ধর্ষকের জন্য সর্বোচ্চ আইন ফাঁসির অধ্যাদেশ জারি হয়েছে দেশে। এরই মধ্যে নতুন এই আইনে একটি মামলায় রায়ও দেওয়া হয়েছে। তারপরও থেমে নেই ধর্ষণ, হচ্ছে বর্বর নারী নির্যাতন। ধর্ষণ নির্যাতনের হাত থেকে নিজেদের সুরক্ষা দিতে তাই সচেতন হচ্ছেন অভিভাবক।

উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জের ৩২ স্কুলে কন্যাশিশুরা নিচ্ছেন কারাতে প্রশিক্ষণ। তাদের নতুন সকাল শুরু হয় আত্মরক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে অর্থ জোগান দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর কারিগরি সহায়তা করছে নেটজ বাংলাদেশ। প্রশিক্ষণ নেওয়ার পর স্কুলপড়–য়া কন্যাশিশুদের যেমন বেড়েছে আত্মবিশ^াস ঠিক তেমনি নিজেদের রক্ষার জন্য প্রস্তুতি। নাচোলের দুলাহার উচ্চ বিদ্যালয়ের সানোয়ারা সাহস করে কারও সঙ্গে কথা বলতে পারত না। বাইরে একা বের হতে ভয় পেত। সেই সানোয়ারাও এখন ভয় পায় না। সানোয়ারা বলে, এখন নিজেকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারব। একই সঙ্গে অন্যদেরও।

চার জেলায় আরও ৬৪০ জন কিশোরী প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণার্থীদের অনেকে জানায়, আত্মরক্ষা প্রশিক্ষণ নিয়ে নানা নির্যাতনের প্রতিবাদেও এগিয়ে যাচ্ছে তারা। বাল্যবিয়ে রোধ করছে। অন্য কন্যাশিশুদের যৌন নিপীড়ন, লিঙ্গবৈষম্য বিষয়েও সচেতন করছে। উন্নয়ন সংস্থা ডাসকোর কর্মকর্তা মাহবুব হোসেন জানান, আত্মরক্ষামূলক প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের সাহস বেড়েছে। এখন তারা অন্যায়ের প্রতিবাদ করছে। অভিভাবকরাও বুঝতে পেরে তাদের কন্যাশিশুদের প্রশিক্ষণে পাঠাচ্ছেন। যৌন হয়রানির হাত থেকে কন্যাশিশুদের রক্ষায় মূলত এই প্রশিক্ষণ। তিনি আরও বলেন, এখন চারটি জেলায় এ কর্মসূচি চলছে। ভবিষ্যতে অন্যান্য জেলায় বাড়বে বিস্তৃতি। নেটজ বাংলাদেশের কর্মকর্তা সারা খাতুন বলেন, এই কর্মসূচির ফলে উত্তরের চার জেলায় নারীদের মধ্যে আলো ফুটতে শুরু করেছে। এ কর্মসূচি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আকরাম জানান, বাংলাদেশের অন্যতম বাল্যবিবাহ ও নারী নির্যাতনপ্রবণ এলাকা চাঁপাইনবাবগঞ্জের যে সব স্কুলে এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে সে সব এলাকার সামগ্রিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তারা এখন কলেজ, বিশ^বিদ্যালয় পার করে নিজের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখছে। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা বলেন, ডাসকোর এ উদ্যোগ প্রশংসনীয়। তারা প্রত্যন্ত অঞ্চলে এমন একটি কর্মসূচি পালন করছে, বাল্যবিয়ে প্রতিরোধেও ভূমিকা রাখছে। এমন উদ্যোগকে আমরাও সাধুবাদ জানাই। আজকের কিশোরীরাই আগামীতে নারী হবে। প্রয়োজনে তখন নিজের সুরক্ষা করতেও সমর্থ হবে তারা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper