ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
🕐 ৯:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

আঞ্চলিক ও মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।২০ অক্টোবর, মঙ্গলবার সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে অগ্রিম টিকিট বুকিং থাকায় হবিগঞ্জ-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী জানান, মঙ্গলবার থেকে আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে তার সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 
Electronic Paper