রোববার রাতে নিপীড়নের শিকার হওয়া শিশুদের একজনের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই অভিযুক্ত শিক্ষক রশিদকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, অন্যান্য দিনের মতো রোববার সকালে শিক্ষার্থীরা কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। এ সময় চার শিশুকে একটি কক্ষে নিয়ে শিক্ষক রশিদ যৌন নিপীড়ন করেন। তখন ভয় পেয়ে শিশুরা চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসলে শিক্ষক রশিদ সেখান থেকে পালিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান সোমবার বলেন, ‘এ ঘটনায় গত রাতে শিশুদের অভিভাবকদের মধ্য থেকে একজন বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’