ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিপুণ শিল্পকর্ম

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

মাকড়সা পছন্দ করে এমন মানুষ আছে কি-না সন্দেহ। মাকড়সার জালও ঠিক তেমনই। ঘরের কোণে মাকড়সা জাল বুনলেই তা ভেঙে দেওয়া হয়। কিন্তু এমন একটি জাল দেখলে নিশ্চিত কারও ভাঙতে ইচ্ছাই করবে না।

মনে হবে থাক। কারণ, এ জাল যে এক নিপুণ শিল্পকর্ম। এই ছবিটি তোলা হয়েছে আমেরিকার মিসোউরিতে। ছবি দেখেই বোঝা যাচ্ছে কোনো জঙ্গল এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে এটি। সুন্দর শিল্পকর্মের এই ছবিটি ফেসবুকে পোস্ট করে মিসোউরি ডিপার্টমেন্ট অব কনজারভেশন। ছবিটি তুলেছেন সংস্থার মিডিয়া স্পেশালিস্ট ফ্র্যাঙ্কিস স্কালিকি।

তিনি জানিয়েছেন, এমন জাল একটি নয়, মিসোউরিতে খুঁজলে আরও মিলতে পারে।

সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ছবির জালটি একটা ডিনার প্লেটের সমান বড়। গ্রীষ্মের শেষ দিকে যখন মাকড়সারা বেশ বড় হয়ে যায় সেই সময়ে এই রকম জাল বোনে।

ফেসবুকে পোস্ট হওয়ার পরই নেটাগরিকরা মাকড়সার জালটি নিয়ে হইচই শুরু করে দেন। বিস্ময় প্রকাশ করে নানা কমেন্টের পাশাপাশি চলে শেয়ার আর লাইকের বন্যা। ছোট্ট মাকড়সার এমন শিল্পকর্ম সত্যিই তো প্রশংসা পাওয়ার যোগ্য।

 
Electronic Paper