ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে হত্যা মামলায় ৩ ভাইয়ের ফাঁসির আদেশ

সুন্দরগঞ্জ প্রতিনিধি
🕐 ১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০২০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফেনিয়া গ্রামে চাঞ্চল্যকর চাচাতো ভাইবোন হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে সহোদর।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

মামলার এজাহারে আরও বলা হয়, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম-২ ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিলেন। ওই দিন আসামিরা পরিকল্পিতভাবে বিদ্যুতের ছেঁড়া তার ফেলে রাখে রাস্তায়। সেখানে বিদ্যুৎস্পর্শ হয়ে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তসলিম ও মর্জিনা মারা যান।

এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক বাদী হয়ে মামলা করেন।

 
Electronic Paper