ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাল্যবিয়ের অনুষ্ঠানে কনের বাবার দণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি
🕐 ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০২০

বগুড়ার ধুনট উপজেলায় বাল্যবিয়ের চেষ্টার অভিযোগে ফজর আলী নামে এক কণের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সন্ধ্যার দিকে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি,এ্যাসিল্যান্ড) আব্দুল্লাহ আল রনী বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।

জানা গেছে, উপজেলার পারনাটাবাড়ি গ্রামের ফজর আলীর মেয়ে নাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। মেয়েটির বয়স প্রায় ১৫ বছর। একই উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শিহাব উদ্দিনের (২৯) সাথে মেয়েটির বিয়ে ঠিক হয়। বুধবার কণে পক্ষের বাড়িতে ধুমধাম করে বিয়ে করতে আসেন বর ও তার পক্ষের লোকজন। সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিয়ে ঠেকানো হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক কণের বাবার ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে কণে ও বর পক্ষের লোকজন প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত এ বিয়ে সম্পন্ন হবে না মর্মে বিচারকের নিকট মুচলেকা লিখে দেন।

পরে ভ্রাম্যমান আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বাল্যবিয়ে ভন্ডুল করে দিয়ে বর ও তার পক্ষের লোকজনকে কণের বাড়ি থেকে বিদায় করে দেন।

 
Electronic Paper