ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরোক্ষ ধূমপানে গর্ভপাত!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ০৭, ২০২০

ধূমপান ক্যান্সার ও হৃদরোগের সরাসরি কারণ। তবে ধূমপানের ফলে কেবল ধূমপায়ীরই ক্ষতি হয় এমনটি নয়। ধূমপায়ীর আশেপাশের মানুষেরও সমান বা তার বেশি ক্ষতি হয়।

সম্প্রতি চিকিৎসকরা দাবি করছেন, পরোক্ষ ধূমপানের ফলে গর্ভপাতের সম্ভাবনাও অনেক বেশি।

সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসক ড. ফাতহি গিউরানি বলেছেন, পরোক্ষ ধূমপানের কারণে নারীর গর্ভপাত এবং শিশুর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। অনেকাংশে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের গবেষকরা বলছেন, কোনো ঘরে যদি একজন ধূমপান করেন, তাহলে ওই ঘরের অন্যদেরই বেশি ক্ষতি হয়।

বুরুজ মেডিক্যাল সিটির চিকিৎসক ফাতহি গিউরানি বলেন, ধূমপায়ী এবং অধূমপায়ীর স্বাস্থ্যের ওপর তামাকের প্রভাব সমানহারে পড়ে।

বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তামাকের ধোঁয়া থেকে। এটা বাতাসের সঙ্গে মিশে সম্পূর্ণটাই শ্বাসযন্ত্রে প্রবেশ করে।

ধূমপানজনিত কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। ‘প্যাসিভ স্মোকার’রা এক্ষেত্রে নিরাপদ নয়।

 
Electronic Paper