মাঠে ঘাটে ছোটাছুটি
নানান খেলায় লুটোপুটি?
বিলের জলে ঝিলের জলে
ধরতে রোজই খলসে পুঁটি?
লাটাই সুতা রঙিন ঘুড়ি
ফুল কুড়ানো, ফল কুড়ানো?
মণ্ডা নাড়ু জিলেপি আর
লাটিমটাকে রোজ ঘুরানো?
তেপান্তরের পথ মাড়িয়ে
শিশির জলে স্নান?
রোজ বিকেলে গাইতে পারা
গলা ছেড়ে গান?
দাঁত কেলিয়ে হাসাহাসি
হট্টগোল ও মান?
গল্প আড্ডা মজার ঠাট্টা
বায়না-অভিমান?