ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ত্বিন বাগান পরিদর্শন

জাহিদুল ইসলাম
🕐 ১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ০১, ২০২০

গাজীপরের শ্রীপুর এগারজন কমিটির বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক ত্বিন ফল বাগান পরিদর্শন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর এগারজন কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি শাহরিয়ার নয়ন, সদস্য শান্ত খান।

ত্বিন ফলের সফল বাণিজ্যিক চাষ এখন বাংলাদেশে। পবিত্র কোরআনে বর্ণিত এই ত্বিন ফল বিশ্বব্যাপি সু-পরিচিত ও জনপ্রিয়। মানবদেহের জন্যও অতীব গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর। সহজলভ্য চাষ ও সুমিষ্টতায় অন্য ফলের তুলনায় অনেক বেশি এগিয়ে। আর্থিক সম্ভাবনাময়ী উচ্চ মূল্যের এই ফলটি; দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতেই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে ইঞ্জিনিয়ার আজম তালুকদার ‘মর্ডান এগ্রো ফার্ম ও নিউট্রিশন’ নামে বাণিজ্যিক ভাবে ত্বিন ফল বাগান গড়ে তোলেছেন। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহিত ৪৬ প্রজাতির ত্বিন ফলের, চারা এবং ফল উৎপাদন করা হয়। ত্বিন ফল ছাড়াও এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহিত ফলজ ও ঔষধি গাছ রোপণ করেছেন।

সভাপতি, এগারজন
শ্রীপুর, গাজীপুর

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper