ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অ্যাটর্নি জেনারেলের অবস্থা ‘সঙ্কটাপন্ন’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রিয়াজুল হক খান এ তথ্য জানান।

তিনি বলেন, উনি জটিল অবস্থায় আছেন। অবস্থা খুব একটা ভালো না। দেখা যাক, ডাক্তাররা চেষ্টা করছেন।

আইনমন্ত্রী আনিসুল হকও বলেছেন, উনার অবস্থা খুবই খুবই ক্রিটিক্যাল।


প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন ৭১ বছর বয়সী মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে গত ১৮ সেপ্টেম্বর আইসিইউতে নেওয়া হয়।

মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। পদাধিকার বলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানও। বাংলাদেশে তিনিই এত সময় ধরে অ্যাটর্নি জেনারেলের পদে রয়েছেন।

 

 
Electronic Paper