ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ২২ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মারা গেছেন তিনজন। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন।

 

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, নিখোঁজ ব্যক্তিরা কোন কোন দেশের নাগরিক তা এখনো নিশিচত হওয়া যায়নি।

এদিকে আইওএমের বরাতে আল–জাজিরা জানায়, যে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন সিরীয়। অপরজন ঘানার নাগরিক।

আইওএমের মুখপাত্র সাফা মসেহলি জানিয়েছেন, যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ, মিসর, ইথিওপিয়া, নাইজার, সোমালিয়া, সিরিয়া ও ঘানার নাগরিক রয়েছেন। লিবিয়ার কোস্টগার্ডের সহযোহিতায় ওই ২২ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের লিবিয়ার জলিতেন আটককেন্দ্রে নেওয়া হয়।

লিবিয়ার কোস্টগার্ড বলেছে, নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। এ নিয়ে এক মাসের মধ্যে লিবিয়ার উপকূলে নৌকাডুবির দুটি ঘটনা ঘটল। আইওএমের তথ্যমতে, এর আগে গত ১৫ সেপ্টেম্বরের নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়।

 

 
Electronic Paper