ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুগলের বিজ্ঞাপনে থাকছে না মার্কিন নির্বাচনের ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

গুগল তাদের প্ল্যাটফর্মে ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পরপরই নির্বাচনসংক্রান্ত বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠানো ই–মেইলে গুগল এ কথা জানায়।

 

মেইলে বলা হয়েছে, বিজ্ঞাপনদাতারা কোনো প্রার্থীর উদ্ধৃতির উল্লেখ করে বিজ্ঞাপন দিতে পারবেন না। এ ছাড়া নির্বাচন ও ফলাফলসংক্রান্ত তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রচার করতে পারবেন না।

নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে। কারণ করোনাভাইরাস মহামারির কারণে মেইলের মাধ্যমে ভোট বাড়তে পারে। রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ন্ত্রণ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো চাপের মুখোমুখি হচ্ছে। এমন পরিস্থিতিতে এই ঘোষণা এল।

ফেসবুকের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়, নির্বাচনের আগের সপ্তাহ থেকে তারা নতুন রাজনৈতিক বিজ্ঞাপন নেওয়া বন্ধ করবে এবং যেসব বিজ্ঞাপন নির্বাচনের ফলাফলের আগেই ভোটে জয়লাভের দাবি করা হবে, তা বাতিল করা হবে।

কমপক্ষে এক সপ্তাহ বিজ্ঞাপন নিষিদ্ধ হতে পারে। তবে কবে নিষেধাজ্ঞা উঠবে, তা এখনো ঠিক হয়নি। এ ক্ষেত্রে ভোট গণনার সময় ও নাগরিক অস্থিরতার মতো বিষয়গুলো বিবেচনা করা হবে।

 
Electronic Paper