ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

ইন্দোনেশিয়ার জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালাল কুখ্যাত মাদক পাচারকারী। এ নিয়ে দ্বিতীয়বার তিনি জেল থেকে পালালেন। কাই জি ফান নামে ওই চীনা দুষ্কৃতীর কাণ্ড দেখে হতবাক জাকার্তার তাংগেরাং জেল কর্তৃপক্ষ।

২০১৭ সালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েন কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। তারপর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখান থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেলেন কাই। সুড়ঙ্গটি গিয়ে শেষ হয়েছে একটি নিকাশী নালায়।

তাংগেরাংয়ের পুলিশ প্রধান জানিয়েছেন, এ নিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালাল কাই জি। এবার জেলের অন্য সঙ্গীদেরও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সঙ্গ দিতে অস্বীকার করে তারা। জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ওইসব যন্ত্র কাজে লাগিয়েই সুড়ঙ্গ খুঁড়েছিল কাই জি।

২০১৭ সালে পুলিশ হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিল কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই পূর্ব জাভায় ধরা পড়ে যায় সে।

 
Electronic Paper