ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গলায় ঢুকল কৈ মাছ!

কিশোরগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

জ্যান্ত কৈ মাছ গলায় ঢুকে গেছে এক ব্যক্তির! পরে অস্ত্রোপচার করে সেই মাছ বের করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এ চাঞ্চল্যকর ঘটনাটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গলায় বিঁধে যাওয়া জ্যান্ত কৈ মাছ অপারেশন করে বের করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা। 

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে সফিউদ্দিন (২০) সোমবার বাড়ির পাশের বিলে হাতে মাছ ধরতে যায়। সেখানে একটি কৈ মাছ মুখে রেখে পায়ের তলা থেকে আরেকটি মাছ ধরতে যান তিনি।

এ সময় অসাবধানতাবশত মুখের মাছটি গলায় ঢুকে যায়। মাছটি গলায় ঢুকে গেলে সফিউদ্দিন যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাকে উদ্ধার করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সন্ধ্যার পর নাক-কান বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক দীর্ঘ প্রচেষ্টার পর গলার একাংশ কেটে কৈ মাছটি বের করতে সক্ষম হন।

সফিউদ্দিন বর্তমানে ওই মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 
Electronic Paper