ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ফাটল ৮০ বছর পর

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

সলোমন দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা শনাক্ত ও তা নিস্ক্রিয়ের কাজ করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। প্রায় ৮০ বছরের এই বোমা বিস্ফোরণে গত রোববার নরওয়ের মানবিক ত্রাণ সংস্থার দুই কর্মীর মৃত্যু হয়েছে।

নিহত স্টেফান আটকিনসন যুক্তরাজ্য এবং ট্রেন্ট লি অস্ট্রেলিয়ার নাগরিক। তারা ‘নরওয়েজিয়ান পিপলস এইড’ (এনপিএ) সংস্থার হয়ে কাজ করছিলেন। সংস্থাটি একে ‘বেদনাদায়ক দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জ যুদ্ধক্ষেত্র ছিল। সেখানে এখনো ওই সময় ফেলা হাজারো বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে।

নরওয়ের ত্রাণ সংস্থার ওই দুই কর্মী দ্বীপটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা এইসব বোমা শনাক্তের কাজ করছিলেন। আর তখনই অবিস্ফোরিত একটি বোমার বিস্ফোরণ ঘটে তারা মারা যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 
Electronic Paper