ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

থাইল্যান্ডে চলছে সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগ ও থাইল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করার দাবিতে ব্যাংককে চলা সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এতে করোনা বিস্তারের আশঙ্কা বেড়েছে থাইল্যান্ডে।

 

বিক্ষোভে ১৫ হাজার মানুষ জমায়েত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, বিক্ষোভ ছিলো শান্তিপূর্ণ। সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

গত জুলাইয়ের মাঝামাঝি থেকেই থাইল্যান্ডে বর্তমান ক্ষমতাসীনদের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। নতুন সংবিধানের পাশাপাশি নির্বাচনের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

২০০৬ সালের ১৯শে সেপ্টেম্বর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়। সেই থেকে থাই রাজনীতিতে অচলাবস্থা চলছে।

 

 
Electronic Paper