ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কবে শেষ হবে গ্যাস অনিয়ম

ইসরাত জাহান
🕐 ১০:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

গ্যাস বিতরণে দিনের পর দিন অনিয়ম আর দুর্নীতি বেড়েই চলেছে। সম্প্রতি ব্যাপারটি প্রকট হয়ে উঠেছে। গ্যাসের যতই সমস্যা হোক না কেন, দায় পুরোটাই বহন করতে হয় গ্রাহকদের।

প্রতিনিয়ত একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে কর্তৃপক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার কথা বললেও সংশ্লিষ্ট দোষীকে শাস্তি না দিয়ে নিম্নপদস্থ কিছু কর্মকর্তা কর্মচারীকে শাস্তি দিয়ে অভিযোগ উতরে যাওয়ার চেষ্টা করা হয়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি থেকেই যাচ্ছে।

নারায়ণগঞ্জ ট্র্যাজেডি এই অনিয়মের সবচেয়ে বড় উদাহরণ। এসবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে জনজীবনকে নিরাপদ করা উচিত।

ইসরাত জাহান
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
[email protected]

 
Electronic Paper