ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাফাই কর্মীহীন হোটেল

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

একটা বিলাসবহুল চকচকে হোটেল অথচ কোনো পরিচ্ছন্নতাকর্মী নেই। কোপেনহেগেনের হোটেল ‘অট্টিলিয়া’য় রয়েছে এমনই ব্যবস্থা। ডেনমার্কের সংস্থা এসিটির সঙ্গে যৌথভাবে হোটেলের ঘরগুলো তৈরি করেছেন হোটেল কর্তৃপক্ষ।

নতুন ‘এসিটি ক্লিনকোট প্রযুক্তি’ ব্যবহার করে বানানো হয়েছে ঘরগুলো। এই প্রযুক্তিতে ঘরে স্বচ্ছ, গন্ধহীন একটি কোট থাকে। সূর্যালোক পড়লেই যা থেকে অ্যান্টিব্যাক্টিরিয়াল স্প্রে বেরিয়ে টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির ক্ষতিকর জীবাণুকে মেরে ফেলে।

সংস্থার দাবি, এক বছর ধরে এই আস্তরণ থাকলে ঘরে কোনো পরিচ্ছন্নতাকর্মীর প্রয়োজন হয় না। প্রায় দুই বছর ডেনমার্কের ন্যাশনাল রিসার্চ সেন্টারে এটি পরীক্ষার পর তা ব্যবহার করা হয়েছে।

এতে করে ওই হোটেলে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা অনেক কম। সর্বমোট ১৫৫টি ঘরবিশিষ্ট কোপেনহেগেনের হোটেলটি এ কারণেই বিদেশি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হতে চলেছে।

 
Electronic Paper