ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাঠে হাতাহাতির ঘটনায় নেইমার ২ ম্যাচ নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক
🕐 ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া পিএসজির নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর স্তাদ দে রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পাবরেন নেইমার।

রোববার মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারে পিএসজি। সেই ম্যাচে একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় লাল কার্ড পেয়েছিলেন নেইমার ও আরও চারজন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে মার্সেইয়ের আলভারো গনসালেসের মাথার পেছনে হাত দিয়ে আঘাত করতে দেখা যায় নেইমারকে।

যদিও প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে ব্রাজিলিয়ান এই তারকা বর্ণবাদী মন্ত্যব্যের অভিযোগ এনেছেন। তা তদন্ত করবে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

লাল কার্ড পাওয়া সবাইকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে লিগ ওয়ান আয়োজকরা। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন পিএসজি ডিফেন্ডার লেইভিন কুরজাওয়া। ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফরাসি এই ডিফেন্ডার। দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচ। আর মার্সেইয়ের জর্ডান আমাভিকে তিন ম্যাচ ও দারিও বেনেদেত্তোকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

 
Electronic Paper