ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফোর্বস তালিকায় সেরা ধনী ফুটবলার মেসি

স্পোর্টস ডেস্ক
🕐 ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর একটা প্রতিদ্বন্দ্বিতা সবসময় চলে আসছে। এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ঢুকে গেছেন বিলিয়নিয়ার ক্লাবেও।

 

ফোর্বস সাময়িকীর হিসেবে ১২৬ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে উঠেছেন মেসি। রোনালদো ১১৭ মিলিয়ন ডলার আয় করে আছেন দ্বিতীয়ে। আর ৯৬ মিলিয়ন ডলার আয় করে তিনে যথারীতি নেইমার।

৯২ মিলিয়ন ডলার কেবল বেতন থেকেই কামিয়েছেন মেসি। ৩৪ মিলিয়ন এসেছে এন্ডোর্সমেন্ট থেকে। বেতনে মেসির চেয়ে পিছিয়ে রোনালদো, তার কামাই ৭০ মিলিয়ন। তবে সিআর সেভেন বিজ্ঞাপন ও আনুষঙ্গিক উৎস থেকে আয় করেছেন ৪৭ মিলিয়ন ডলার।

এই তালিকায় কাইলিয়ান এমবাপে হয়েছেন চতুর্থ ধনী ফুটবলার। তার আয় ৪৮ মিলিয়ন ডলার । শীর্ষ পাঁচে আছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

 

 
Electronic Paper