ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট প্রতিনিধি
🕐 ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

সিলেট থেকে ছেড়ে যাওয়া তেল বহনকারী ট্রেনের একটি খালি বগি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হওয়ার সোয়া তিন ঘণ্টা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করার পরই রেল যোগাযোগ শুরু হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া তেল আনলোডকারী খালি একটি বগি লাইনচ্যুত হয় সকাল সাড়ে ৮টার দিকে। ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী তেলবাহী খালি ট্রেনটি সিলেটের মাইজগাঁও পার হয়ে ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। খালি থাকায় ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা গেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান জানান, মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ও প্রকৌশলীরা প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করেন। ওয়াগনে তেল না থাকায় দ্রুতই সেটি উদ্ধার করে রেললাইন চালু করা গেছে। দুপুর পৌনে ১২টার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়।

 

 
Electronic Paper