ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুরি-ছিনতাইমুক্ত ময়মনসিংহ চাই

দেলোয়ার হোসেন রনি
🕐 ১০:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০১, ২০২০

ময়মনসিংহ নগরীর শান্তিপ্রিয় মানুষের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আজকাল চুরি-ছিনতাই। দিন-দুপুরে মোবাইল ফোন, মানিব্যাগ, পার্টসসহ অনেক কিছুই ছিনতাই হচ্ছে। কিছুই যেন নিজের কাছে নিরাপদ নয়। রাস্তায় বের হলেই আতঙ্কে থাকে মানুষ।

বিশেষ করে ব্রিজের মোড় আর নগরীর প্রধান বিপণন এলাকা গাঙ্গিনারপাড় যেন ছিনতাইকারীদের আবাসস্থল হয়ে দাঁড়িয়েছে। গাড়ির জানালায় ওত পেতে থেকে কখনও ফোন নিয়ে উধাও কখনো বা হাতের কাছে চাকু ঠেকিয়ে মানিব্যাগ হাতিয়ে নেওয়ার নমুনা। অসহ্য এই যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে অনেকবার মানববন্ধনেও অংশ নিয়েছে ময়মনসিংহবাসী। কিছুতেই কোনো সুরাহা মিলছে না। ময়মনসিংহ শহরে চুরি, ছিনতাই হয়ে উঠেছে মামুলি ঘটনা। সকল পেশাজীবী ছিনতাইয়ের শিকার হচ্ছে। সমাজে যদি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে অপরাধ কমতে বাধ্য। দুর্বৃত্তদের শাস্তির আওতায় আনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও কোনো গাফিলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। জননিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিকÑ এটিই দেখতে চায় সাধারণ জনগণ। শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহকে ছিনতাইমুক্ত করে সাধারণ জনগণের নিরাপদ পথচলা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
দেলোয়ার হোসেন রনি
সদর, ময়মনসিংহ
[email protected]

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper