ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একদিন রাস্তায়

সত্যজিৎ বিশ্বাস
🕐 ১:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

ফাঁকা রাস্তা পেয়ে আবাসিক এলাকায় অনেক স্পিডে প্রাইভেট গাড়ি চালাচ্ছিলেন এক মহিলা। তাই দেখে এক পুলিশ সার্জেন্ট গাড়ি থামালেন।
পুলিশ সার্জেন্ট : গাড়ি চালাচ্ছেন আপনি?

মহিলা : কেন? দেখে কী মনে হচ্ছে?
পুলিশ সার্জেন্ট : দেখে তো মনে হচ্ছে প্লেন চালাচ্ছেন। নিয়ম-কানুন কিছু জানেন না? আবাসিক এলাকায় ষাট-এ কেউ গাড়ি চালায়?
মহিলা (রিয়ার ভিউ মিররে নিজেকে একবার দেখে) : কী বলেন এসব?
পুলিশ সার্জেন্ট : ঠিকই বলছি।
মহিলা (চুলে একবার হাত বুলিয়ে) : আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ভালো করে দেখে কথা বলুন।
পুলিশ সার্জেন্ট : আপনার কি ধারণা, না দেখে বলছি?
মহিলা (ভীষণ রেগে) : কী? দেখেই বলছেন! একজন ভদ্রমহিলাকে এভাবে বলতে হয়? ম্যানার তো মনে হয় কিছুই জানেন না।
পুলিশ সার্জেন্ট : আপনার ম্যানার কী বলে? একজন পুলিশ সার্জেন্টের সঙ্গে বুঝি এভাবে কথা বলতে হয়? তাছাড়া আমি নিজের চোখে দেখেই আপনাকে ধরেছি।
মহিলা : আপনি অবশ্যই একজন ভালো চোখের ডাক্তার দেখাবেন।
পুলিশ সার্জেন্ট : কী বলতে চান? আমি ভুল দেখেছি?
মহিলা : অবশ্যই ভুল দেখেছেন এবং এখনও সেই ভুলটা স্বীকার করছেন না। তারচেয়ে বড় কথা আপনি একজন ভদ্রমহিলা সম্পর্কে কটূক্তি করেছেন।
পুলিশ সার্জেন্ট : আপনার সম্পর্কে কখন কটূক্তি করলাম!
মহিলা : আপনি বলেননি- ষাটে গাড়ি চালাচ্ছি আমি?
পুলিশ সার্জেন্ট : সত্য কথা বলব না?
মহিলা : না বলবেন না। একজন মহিলার সম্পর্কে না জেনে আপনি এমন কথা বলতে পারেন না।
পুলিশ সার্জেন্ট : বাহ!, আপনি ষাট মাইল স্পিডে গাড়ি ছোটাতে পারবেন, আর আমি বলতে পারব না?
মহিলা : ও, আপনি স্পিডের কথা বলছিলেন? ভাবলাম- বুঝি আমার বয়সের কথা বলছেন!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper