ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিম্নচাপে উত্তাল সাগর

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ১২:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার ফলে পটুয়াখালীর কুয়াকাটাসহ সমুদ্র উপকূলীয় এলাকায় গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় জেলেরা নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছেন। পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

আলীপুর ও কুয়াকাটা মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, সব ট্রলারই এখন ঘাটে রয়েছে। তবে এখন পর্যন্ত সাগরে কোনো দুর্ঘটনা ঘটেনি।

 
Electronic Paper