ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাথা তুলে দাঁড়াচ্ছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শমিত জামান, ঈশ্বরদী
🕐 ১০:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ০৯, ২০২০

দেশের একক বৃহত্তম প্রকল্প রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দ্রুত এগিয়ে চলছে এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া। রুপপুর প্রকল্প দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য মাইলফলক। সময়মতো নির্মাণ কাজ সম্পন্ন হলে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে। উদ্বোধনের পর থেকে এ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

পাবনা-ঈশ্বরদীর রুপপুরে ৩ বছর পরেই উৎপাদনে আসবে দেশের গৌরব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এজন্য করোনার মধ্যেও পুরোদমে রাশিয়ায় চলছে এই কেন্দ্রের মূল যন্ত্রাংশ তৈরির কাজ। আসছে নভেম্বরে নৌপথে রিঅ্যাক্টার পৌঁছাবে রুপপুরে। ভারি যন্ত্রাংশ খালাসে প্রকল্প এলাকায় প্রস্তুত নৌবন্দর। ২০১৭ সালে মূল নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই আমূল পাল্টে যাচ্ছে পরিস্থিতি। মাথা তুলে দাঁড়াচ্ছে দেশের একমাত্র পারমাণবিক স্থাপনা। 

সংশ্লিষ্টরা বলছেন, রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটম এনার্গোম্যাশের কারখানায় এরই মধ্যে মূল যন্ত্রাংশ তৈরির কাজ এগিয়েছে অনেকাংশে। তৈরি হয়েছে পেশার ভ্যাসেল, স্টিম জেনারেটর ও কুল্যান্ট পাম্পসহ রিঅ্যাক্টারের অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বিশেষ প্রক্রিয়ায় এসব যন্ত্র পরীক্ষা-নিরীক্ষা করছেন সেখানে থাকা বাংলাদেশি প্রকৌশলীরা। ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে হাইডো অ্যাকোমভেটরের মত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লি. এর এমডি ড. শওকত আকবর বলেন, ইতোমধ্যে কিছু কাজ সম্পূর্ণ হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, কাজটি শেষ হলেই বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।

এর মধ্যেই কিছু নিরাপত্তা সরঞ্জাম এসেছে প্রকল্প এলাকায়। ভারি যন্ত্রাংশ খালাসে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনসহ প্রস্তুত পুরো জেটি। ভৌত কাঠামোর পুরো কৌশল ও যন্ত্রাংশ তৈরির কাজ এগিয়ে চললেও কোভিড-১৯ এর কারণে মানব সম্পদ তৈরির ও প্রশিক্ষণের কাজ কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবে তা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের আগে থেকেই পরিকল্পনা থাকলেও ভূ-রাজনৈতিক কুটকৌশল আর সক্ষমতা সংকটের জন্য অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এখানও চূড়ান্ত বাস্তবায়নের পথেই রয়েছে দেশের স্বপ্নের একমাত্র রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

 

 

 

 
Electronic Paper