ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জ্বর-কাশিকে অবহেলা নয়: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:২২ পূর্বাহ্ণ, আগস্ট ০৯, ২০২০

করোনা মহামারির এই সময়ে জ্বর, কাশিকে অবহেলা করে সামান্য মনে না করার আহ্বান জানানো হয়েছে। জ্বর, কাশিসহ কোনোরকম করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল শনিবার করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, বিনীতভাবে আবারও অনুরোধ জানাব, যেকোনো লক্ষণ, উপসর্গ থাকলে অবশ্য নিকটস্থ নমুনা সংগ্রহ কেন্দ্রে গিয়ে নমুনা দেবেন এবং পরীক্ষা করাবেন।

এই করোনাভাইরাসকে মোকাবেলা করার জন্য নমুনা পরীক্ষা করা অনেক বেশি জরুরি। যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারব, তত বেশি এই রোগ প্রতিরোধ করা সহজ হবে। কাজেই আপনারা এই রোগ গোপন করবেন না। জ্বর, কাশিকে সামান্য মনে করবেন না। জ্বর, কাশি হলেই আপনারা নমুনা পরীক্ষা করতে দেবেন।

নাসিমা সুলতানা বলেন, উপজেলা, জেলাসহ সব জায়গায় নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আছে। স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

 
Electronic Paper