ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আদিত্য চলে গিয়ে ছড়া-ছবি

গোলাম নবী পান্না
🕐 ১২:২২ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০২০

যার যায়, সে-ই বোঝে-
যন্ত্রণা কী যে!
শোকের পাথর যেন
বয়ে যান নিজে।

আমাদের হা-হুতাশ
ক্ষণিকের হয়,
যার যায়, অসহায়-
আজীবন রয়।

‘আদিত্য’ চলে গিয়ে
না ফেরার দেশে-
পরিবার রেখে যায়
শোকরূপী বেশে।

আল্লাহর কাছে তাই
মিনতি জানাই,
বেহেস্ত নসিব হোক
এইটুকু চাই।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper