ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভালো অনলাইন নিবন্ধন পাবে: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ০৫, ২০২০

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন চলমান প্রক্রিয়া। যারা ভালো, যাদের বিষয়ে তদন্ত সংস্থা থেকে পজিটিভ রিপোর্ট আসবে, তারা সবাই নিবন্ধনের সুযোগ পাবে।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ঈদের আগে বলেছিলাম, যেসব অনলাইন পোর্টাল যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলোর তালিকা প্রকাশ করব। কয়েকটি সংস্থার তদন্তের ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পেয়েছি। তার মধ্যে ১০টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ছিল। দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি। তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নাম পরে একযোগে প্রকাশ করব।

তিনি বলেন, প্রকাশিত তালিকায় দেশে প্রতিষ্ঠিত অনেক অনলাইন পোর্টালের নাম আসেনি। দ্বিতীয় ধাপে চেষ্টা করব, দেশের সব মানসম্পন্ন অনলাইন পোর্টালকে যেন অনুমোদন দিতে পারি।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তালিকায় আসা অনেক অনলাইনের ডোমেইনই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা হতে পারে। আমরা তদন্ত করিনি, সরকারি সংস্থাগুলো করেছে। আসলে ৪ হাজার অনলাইন অনুমোদনের জন্য আবেদন করেছে। কয়টার ভালো অফিস আছে বলেন। যেসব অলনাইন নিবন্ধন পেয়েছে, অথচ কার্যকম নেই, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

 
Electronic Paper