ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিনাজপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
🕐 ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ০২, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে ডুবে মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স নয় বছর ও একজনের বয়স সাত বছর। রোববার (০২ আগস্ট) এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর মাটিয়ালপাড়া গ্রামের মৃত কবিরুল ইসলামের মেয়ে মেহেনাজ ও ৩ নম্বর সিংড়া ইউনিয়নের নায়েব আলীর ছেলে কামরুল হাসান। মেহেনাজের মরদেহ রোববার বিকেল সাড়ে ৫টায় এবং কামরুল হাসানের মরদেহ সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে উপজেলার করতোয়া নদীর নুনদহ ঘাটে গোসল করতে যায় মেহেনাজ ও কামরুল হাসান। নদীর পানিতে নামার পর শিশু দুটি তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরি এসে তাদের উদ্ধার করে। মামাতো-ফুফাতো ভাই-বোন এক বাড়িতে থাকতো।

ঘোড়াঘাট থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোসল করতে নেমে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

 
Electronic Paper