ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাস্তি কমল উমর আকমলের

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:২৪ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০

তিন বছরের নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি বিতর্কিত ক্রিকেটার উমর আকমল কিছুটা স্বস্তি পেলেন। তার নিষেধাজ্ঞার পরিমাণ কমে ১৮ মাস করা হয়েছে। ফলে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে এই ব্যাটসম্যানকে।

পাকিস্তান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি (অবসরপ্রাপ্ত) ফকির মোহাম্মদ খোকার বিচারে দুই পক্ষের কথা শুনে উমর আকমলের আপিলের সপক্ষে রায় দেন। এর আগে গত ২৭ এপ্রিল পিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান বিচারপতি (অব) ফজলে-ই-মিরান চৌহান উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেন। যেখানে পৃথক দুটি ঘটনায় পিসিবির দুর্নীতি দমন ধারার ২.৪.৪ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে এ ব্যাপারে পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ না হওয়া পর্যন্ত পিসিবি এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।

 
Electronic Paper