ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রশ্নপত্র ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন

ইমতিয়াজ হাসান রিফাত
🕐 ৬:১২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

প্রশ্নপত্র ফাঁস বিষয়টি বর্তমানে অনেকটা ছেলের হাতের মোয়ার মতো হয়ে উঠেছে। সম্প্রতি মেডিকেল প্রশ্নপত্র ফাঁস করে কোটিপতি হওয়ার খবর উঠে আসে গণমাধ্যমে। একজন শিক্ষার্থী কাঠখড় পুড়িয়ে, দিনরাত পরিশ্রম করে লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করে মেডিকেল পরীক্ষার জন্য।

স্বপ্ন বোনে একজন আদর্শ ডাক্তার হওয়ার। কিন্তু জালিয়াতি করে প্রশ্নপত্র ফাঁস করে অনেক অযোগ্য মেডিকেল পরীক্ষার আসন দখল করে নেয়। ফলে মেধাবীরা আসন পায় না এবং জাতি পাচ্ছে না আদর্শ ডাক্তার। প্রকৃত মেধাবীরা হচ্ছে বঞ্চিত। তাই আমি একজন শিক্ষার্থী হয়ে বলতে চাই, যারা জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল ও প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।

ইমতিয়াজ হাসান রিফাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

[email protected]

 
Electronic Paper