ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলেজে সভাপতির পদ হারাচ্ছেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা আর থাকতে পারবেন না। হাইকোর্টের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে সংসদ সদস্যরা জিবি পদে থাকতে পারবেন না।

২০১৯ সালের ২৫ নভেম্বর আদালতে নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা জিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতদিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্যদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

 
Electronic Paper