ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০

করোনাভাইরাসের সময়ে দেশে সোনার দামে রেকর্ড গড়েছে। প্রতি ভরি সোনার দাম বাড়তে বাড়তে প্রায় ৭৩ হাজার টাকায় ঠেকেছে। দেশের ইতিহাসে এত দামে সোনা কখনোই কেনাবেচা হয়নি। তবে দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। বৃহস্পতিবার এর দাম ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা।

এ হিসাবে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬৬ হাজার ৭১৮ টাকা থেকে বেড়ে ৬৯ হাজার ৬৩৪ টাকায় বিক্রি হবে। এ হিসাবে ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৯১৬ টাকা।

১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৫৭ হাজার ৯৭০ টাকা থেকে বেড়ে ৬০ হাজার ৪৪৬ টাকায় বিক্রি হবে। ফলে ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৪৭৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৭ হাজার ৬৪৭ টাকা থেকে বেড়ে ৫০ হাজার ৫৬৩ টাকায় বিক্রি হবে। এ হিসাবে ভরিতে দাম বাড়াল দুই হাজার ৯১৬ টাকা।

অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম, ভরি ৯৩৩ টাকা।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার এত বেশি দাম দেখিনি।

গত দুই দিনেই প্রতি আউন্স গোল্ডের দাম ১০০ ডলার বেড়েছে। বাধ্য হয়েই আমাদের স্থানীয় বাজারে দাম বাড়াতে হয়েছে। তবে দাম সামনে আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছি না। করোনা মহামারিতে সবাই এখন নিরাপদ বিনিয়োগ ভেবে সোনা কিনে মজুদ রাখছে।

 
Electronic Paper