ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাত কলেজের পরীক্ষা নতুন পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০


করোনাভাইরাস পরবর্তী সময়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে বলেন, করোনা পরবর্তী পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে। এ ক্ষেত্রে খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি।

অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকার ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

 
Electronic Paper