ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফ্রি মেডিকেল ক্যাম্প

মামুন সোহাগ
🕐 ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

মানবসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংশপ্তক’।

বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর-পার্বতীপুর গ্রামে এ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। যশোর এইচএম মেডিকেল কলেজ ও শৈলকূপা ডায়াবেটিক সমিতি থেকে আগত ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে আগতদের সেবা প্রদান করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুয়েট পড়ুয়া শিক্ষার্থী নাসির হোসাইন, ইসলামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইসলাইল সরকার, সশস্ত্র বাহিনীর সদস্য আলমগীর পাভেল প্রমুখ। করোনাকালে শুধু ফ্রি মেডিকেল ক্যাম্পই নয় ; সংশপ্তক স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলায় রয়েছে সুদীর্ঘ পরিকল্পনা।

খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার বিবেচনায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা তাদের অন্যতম লক্ষ্য।

এছাড়া অসহায়, হতদরিদ্র, এতিম ও প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য প্রদান করা এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, শীতকালে শীতবস্ত্র বিতরণ, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা, শিশুদের বাধ্যতামূলক শিক্ষারব্যবস্থা করা, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ রোধকরাসহ নানামুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম সক্রিয় ভূমিকা রাখবে এ সংগঠনটি।

সংশপ্তক স্বেচ্ছাসেবী সংগঠনের ইসলাইল সরকার বলেন, গ্রামের মানুষ করোনা আতঙ্কে শহরের কোনো হাসপাতালে যেতে পারছেনা। অনেক মুরুব্বি, বৃদ্ধা কোনঠাসা হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। তাই আমরা এলাকার অনার্স পড়–য়া তরুণেরা মিলে সংশপ্তক ব্যানারে এক হয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। যাতে মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পায়।

 
Electronic Paper