ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান

ফাতেমা বেগম
🕐 ৭:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০

প্রশ্ন : বায়ু কী কী কারণে দূষিত হয়? বায়ু দূষণের চারটি প্রতিকার লেখো।
উত্তর :
১. কল-কারখানা ও যানবাহনের নির্গত কালো ধোঁয়া।
২. গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানো।
৩. যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ।
৪. বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও ধূলিকণা বায়ুতে মেশে।
৫. যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা।

বায়ু দূষণের চারটি প্রতিকার
১. কল-কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া নির্গমন কমাতে হবে।
২. গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানো যাবে না। বিকল্প ব্যবস্থা নিতে হবে।
৩. যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না ও নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে।
৪. বিভিন্ন ক্ষতিকর গ্যাস উৎপাদন বন্ধ করতে হবে।
প্রশ্ন : পরিবেশ দূষণ বলতে কী বোঝ? পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখ।
উত্তর : বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার করা হয়। ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবেশ যখন জীবের জন্য ক্ষতিকর তখন তাকে পরিবেশ দূষণ বলে।

পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় নিচে লেখা হলোÑ

১. বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে।
২. পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করা, হাঁটা বা সাইকেল ব্যবহার করা।
৪. মাটি, পুকুর বা নদীতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা।
৫. বেশি বেশি গাছ লাগানো।
প্রশ্ন : পানি দূষণের ফলে সৃষ্ট রোগের নাম লেখ। মাটি দূষণের প্রভাবে মানুষের সৃষ্ট সমস্যা চারটি বাক্যে লেখ।
উত্তর : পানি দূষণের ফলে সৃষ্ট রোগের নাম হলোÑ কলেরা ও ডায়রিয়া।
১. জমির উর্বরতা নষ্ট হয়।
২. গাছপালা ও পশুপাখি মারা যায়।
৩. মানুষ কলেরা, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়।
৪. মাটি দূষণের ফলে বায়ু ও পানি দূষিত হয়। ফলে মানুষ সহজেই নানা রকম রোগে আক্রান্ত হয়।

ফাতেমা বেগম
শিক্ষক, বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper