ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক
🕐 ৬:০০ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০২০

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন সিঙ্গাপুরের সাবেক জাতীয় ফুটবলার হাফিজ রহিম। তাম্পাইনে মোটরসাইকেল চালানোর সময় এই দুর্ঘটনার কবলে পড়েন  ৩৬ বছর বয়সী এই ফুটবলার। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

হাফিজের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএস)। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে, ‘সাবেক আন্তর্জাতিক ফুটবলার হাফিজ রহিমের মৃত্যুর খবর শুনে আমরা ভীষণ মর্মাহত। ২০১১ সালে দুর্দান্ত এই অ্যাটাকারের সিঙ্গাপুরের হয়ে অভিষেক হয়েছিল। দেশের হয়ে নয়টি ম্যাচ খেলে এবং একটি গোল করেন তিনি। এছাড়া তিনি ২০১২ সালের লায়ন্স এফএফ সুজুকি কাপজয়ী দলের সদস্য ছিলেন।’

এফএএস আরও জানায়, হাফিজ স্মরণীয় হয়ে থাকবেন ঘরোয়া লিগে গেলং ইউনাইটেড এবং ওয়ারিয়র্স এফসির হয়ে খেলার জন্য। এফএএস বিবৃতিতে বলেছে, ‘২০০৯ সালের সিঙ্গাপুর কাপ ফাইনালের সময় গেলংয়ের হয়ে একমাত্র গোলটি করেন হাফিজ, যে গোলে ভর করেই প্রথমবারের মতো টুর্নামেন্ট জেতে ক্লাবটি। ২০১৪ সালে আরেকটি চ্যাম্পিয়নশিপজয়ী গোল করেন, এবার ওয়ারিয়রের হয়ে। গুরুত্বপূর্ণ ফাইনালে ১-০ ব্যবধানে জিতে এসলিগ শিরোপা হাতে তুলে তারা।’

ফুটবল ক্যারিয়ারে ২০০-এর বেশি ম্যাচ খেলেছেন হাফিজ। খেলেছেন গমব্যাক ইউনাইটেড, হোম ইউনাইটেড, তাম্পাইন রোভার্স ক্লাবেও। প্রয়াত এই ফুটবলারের পরিবারকে সমবেদনা জানিয়ে এফএএস লিখেছে, ‘হাফিজের পরিবার ও তার স্বজনদের প্রতি এই কঠিন সময়ে সহমর্মিতা প্রকাশ করছি আমরা।’

 
Electronic Paper