ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক
🕐 ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ০৬, ২০২০

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের আকাশে দুটি বিমানের সংঘর্ষের পর কোর ডি’ অ্যালিন হ্রদে বিধ্বস্ত হয়েছে। এতে বিমান দু'টির আট আরোহীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে হ্রদ থেকে বিমানের দু'জন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

কুটেনাই কাউন্টি শেরিফের কার্যালয় বলেছে, প্রাথমিক প্রতিবেদনে বিমান দুটিতে ৮ জন যাত্রী এবং ক্রু ছিলেন বলে জানা গেছে। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে সেখানে কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে বয়স্ক এবং শিশুও রয়েছে।

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষের কারণ এখন পর্যন্ত জানতে পারেননি তদন্তকারীরা। কুটেনাই কাউন্টি শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, হ্রদে বিমান দুটি বিধ্বস্ত হওয়ার পর ১২৭ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড এ ঘটনায় তদন্ত শুরু করেছে। সংঘর্ষের কবলে পড়া একটি বিমান সেসনা ২০৬ এর ছিল।

 
Electronic Paper