ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বীকৃতিতে খুশি, ভাসছেন প্রশংসায়

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৬:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ০৬, ২০২০

ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইডেন। আর সেখানে এবার একুশ শতকের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

এছাড়াও এই ম্যাগাজিনে শতাব্দীর সেরা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচন করেছে ক্রিকেটের এই বিখ্যাত ম্যাগাজিন। 

এমন একটি ম্যাগাজিনে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছেন দেশ সেরা এই অলরাউন্ডার। করোনায় এবং এক বছর শাস্তির সময়কালটাকে পুলকিত করে তুলেছে তার এই অর্জন।

মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার নির্বাচনে ম্যাচে কোন ক্রিকেটারের কতটা অবদান ছিল তা বিবেচিত হয়েছে। উইজডেন ক্রিকেট মান্থলির টেস্টে সেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডেতে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ সেরা মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে জায়গাটা নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। যদিও টি-টোয়েন্টিতে সেরা ২০-এ জায়গা হয়নি সাকিবের।

এ সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা সাকিব এ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ তার সঙ্গে লড়াকু মুশফিক, রুবেল, মিরাজসহ সকল সতীর্থরা।

গতকাল রোববার সকালে নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘উইজডেন সম্প্রতি সাকিব আল হাসানকে ওয়ানডে ক্রিকেটের একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা প্লেয়ার (এমভিপি) হিসেবে ঘোষণা করেছে। দারুণ সম্মানিতবোধ করছি আপনার সঙ্গে মাঠ ভাগাভাগি করার সুযোগ পেয়ে। অভিনন্দন বাংলাদেশের বিস্ময় বালক।’ মুশফিক আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনার সঙ্গে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না।’

মুশফিকের মতো জাতীয় দলের পেসার রুবেল হোসেনও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন, ‘শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আকবর আলীও সাকিবকে শুভেচ্ছা জানাতে ভুললেন না, ‘ভাই ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সাকিব ভাইকে এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমাদের গর্ব সাকিব আল হাসানকে অভিনন্দন জানাই। তিনি এখন ওয়ানডে ক্রিকেটে এই শতকের বিশ্বের সেরা ক্রিকেটার। ইনশাআল্লাহ আপনি আমাদের আরও অনেক কিছু দেবেন।’

লিটন দাস লিখেছেন, ‘অভিনন্দন ভাই। আশা করি আপনি আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবেন।’ সাব্বির হোসেন লিখেছেন, ‘একদিনের ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব ভাই। এই অসাধারণ কৃতিত্বের জন্য সাকিব ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার ফেরার অপেক্ষায় পুরো বাংলাদেশ।’

তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘উইজডেনের শতাব্দীর সেরা দ্বিতীয় ক্রিকেটার (ওয়ানডে) ও টেস্টে ষষ্ঠতম নির্বাচতি হয়েছেন সাকিব হাসান। এটা আমাদের সবার জন্যই খুব গর্বের। আশা করি আরও অনেক দূর যাবেন। আবারো আপনার সঙ্গে খেলতে নামার জন্য অপেক্ষায় আছি।’

 
Electronic Paper