ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
🕐 ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ০৪, ২০২০

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই নারী শপিং ব্যাগে করে ২০ হাজার পিস ইয়াবা পাচার করার সময় গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (০৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ২৯ জুন নরসিংদীতে পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতারের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জেলা পুলিশ।

এর সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ডে অবস্থান নেয় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পরিদর্শক রুপণ কুমার সরকার, উপ পরিদশর্ক জাকারিয়া আলম, তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন সহ ডিবির একটি দল।

এ সময় পাচারকালে সেখান থেকে শপিং ব্যাগে ভর্তি ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী সেতারা বেগমকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নরসিংদী গড়ার প্রত্যয়ে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

 
Electronic Paper