ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমেক করোনা হাসপাতালে একদিনে ৮ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
🕐 ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ০৩, ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা নিয়ে একজন পুরুষ ও একজন মহিলা এবং করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়।

এনিয়ে হাসপাতালটিতে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেলেন ১৬৬ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ২৮ ও উপসর্গ ছিলো ১৩৮ জনের। বর্তমানে সেখানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৫ জন রোগী। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৯ আর করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৬ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনার চিকিৎসার জন্য ডেডিকেটেড এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চাঁদপুর ফরিদগঞ্জের ৩, কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগল্ডা গ্রামের ১, কুমিল্লা সদর দক্ষিণের ১ ও মুরাদনগরের ১ জন।। আর করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে কুমিল্লার লাকসামের শেফালী বেগম (৫০) এবং করোনা ওয়ার্ডের কর্মরত বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৪৫) মারা গেছেন।

 
Electronic Paper