ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাতিয়ায় ৯ পুলিশসহ আরো ১৩ জন আক্রান্ত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
🕐 ১২:০০ অপরাহ্ণ, জুলাই ০৩, ২০২০

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা ভাইরাসে ৯ পুলিশ সহ আরো ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাতিয়ায় আক্রান্তের সংখ্যা ৩৮শে গিয়ে দাড়িয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে ৯জন হাতিয়ার নলচিরা নৌ- পুলিশের সদস্য, ১জন বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্কুল শিক্ষক, ১জন দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও ২জন ব্যাংক কর্মকর্তা।

মঙ্গলবার সকালে উপসর্গ থাকায় হাতিয়া থেকে ২৫জনের নমুনা পাঠানো হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ল্যাবে। শুক্রবার সকালে মেইলে ২৫জনের নমুনার ফলাফল পাঠানো হয় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে ১৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ায় যায় বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান।

এদিকে সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম নলচিরা পুলিশ ফাঁড়ি সহ আক্রান্ত সকলের বাড়ী লকডাউন করে দেওয়া হয়।

উল্ল্যেখ্য হাতিয়া থেকে এ পর্যন্ত ৪১৪ জনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে ৪১২জনের নমুনার ফলাফল আসলে এতে ৩৮ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

পজেটিভ হওয়া ৩৮জনের মধ্যে ১১জনকে সম্প্রতি করোনা মুক্ত ঘোষনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

 
Electronic Paper