ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মৃত্যুবার্ষিকীতে দশ গরু জবাই করে ভুরিভোজ, মালিকের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ১১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ০৩, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণের সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া ১০গরু জবাই করে বিশাল আয়োজন করায় মালিককে জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে স্বাস্থ্য বিধি না মেনে মৃত্যুবার্ষিকীতে দশ গরু জবাই করে ১০ হাজার মানুষের ভুরিভোজের আয়োজন। পরে ভ্রাম্যমান আদালত ওই বাড়ি মালিক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, মৃত্যুবার্ষিকীতে দশটি গরু জবাই করে ১০ হাজার মানুষের ভুরিভোজের আয়োজন করে। করোনা সময়ে কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে অনুষ্ঠান করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের সাথে পুলিশের উপস্থিতি দেখে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষ দৌড়ে পালায়। তাদের কারো মুখে মাস্ক ছিল না। পরবর্তীতে রান্না করা খাবার গ্রামের গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।

 
Electronic Paper